• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, গ্রেপ্তার ২


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:২৫ পিএম
অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মনছুর হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও আড়াইহাজারের কাদিরদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আড়াইহাজারের বায়েরচর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে মঞ্জুর হোসেন মঞ্জু (৪০) ও কাদিরদিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রমজান আলী (২২)।

বুধবার র‌্যাব-১১ এর উপপরিচালক একেএম মুনিরুল আলম এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মনছুর নিখোঁজ হন। এর তিনদিন পর তার মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের বেইলর এলাকায় ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা মরদেহটি নিখোঁজ মনছুরের বলে শনাক্ত করেন। এ ঘটনায় ওইদিন সোনারগাঁ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা হয়। পরে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করতে আসামিরা এ হত্যাকাণ্ড ঘটায়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!