• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে ধর্ষণের শিকার পাহাড়ি নারী


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৩, ১০:৩৯ এএম
ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে ধর্ষণের শিকার পাহাড়ি নারী

রাঙ্গামাটির লংগদুতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে এক পাহাড়ি নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) উপজেলার আটারকছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (৩০ জুন) দুইজনকে আসামি করে লংগদু থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।

অভিযুক্তরা হলেন আটারকছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (২৫) এবং তিনব্রিজ বটতলা গ্রামের আব্বাস আলীর ছেলে রুবেল মিয়া (২৩)।

এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন উপজেলার ডানে আটারকছড়া এলাকায় বেড়াতে যান ওই নারী এবং তার দুই স্বজন। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে তাদের পথ রোধ করেন দুই যুবক। এসময় ওই নারীর সঙ্গে থাকা দুইজনকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন তারা। পরে ওই নারীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় শুক্রবার থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগে দুইজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Link copied!