• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় সাকিব আল হাসান


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৩:১১ পিএম
প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় সাকিব আল হাসান
মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সাকিব আল হাসান। ছবি : প্রতিনিধি

ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন সাকিব।

এ জনসভায় বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সাকিব আল হাসান জনসভায় পৌঁছালে তাকে ঘিরে ধরেন ভক্তরা। তার সঙ্গে অনেককে সেলফি তুলতে দেখা যায়।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে মঙ্গলবার সকাল থেকে রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন তারা।

নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থকদের রঙিন পোশাক, মাথায় রঙিন টুপি, হাতে লাল-সবুজ পতাকায় বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকা।

সমাবেশ মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Link copied!