• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, আটক ১


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০৮:৪১ পিএম
পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, আটক ১
ছবি : সংবাদ প্রকাশ

দলের মহাসচিবকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিএনপির ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমানকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর ) দুপুর ১টার দিকে শহরের কা‌লিবা‌ড়ি থে‌কে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহ‌রের চৌরাস্তার দি‌কে যেতে চাইলে পু‌লিশ মিছিলটি বাধা দেয়। একপর্যা‌য়ে অংশ নেওয়া নেতাকর্মীরা পু‌লিশ‌কে লক্ষ্য ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ করে। এসময় পু‌লিশ ফাঁকা গু‌লি ও টিয়ারসেল নিক্ষেপ ক‌রে। এতে আন্দোলনকারী‌রা ছত্রভঙ্গ হ‌য়ে যায়। পরে তারা পা‌নি উন্নয়ন বো‌র্ডের সাম‌নে অবস্থান নেয়।

এরপর মি‌ছিলকারীদের স‌ঙ্গে ক‌য়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। ত‌বে এ ঘটনায় হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ক‌বির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মি‌ছিলকারী‌দের ছত্রভঙ্গ কর‌তে পু‌লিশ রাবার বু‌লেট ও টিয়ারশেল ছু‌ড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থ‌লে অধিরিক্ত পু‌লিশ মোতায়েন করা হ‌য়।

Link copied!