• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

ভারত থেকে আসা যাত্রীর কাছে মিলল ১ লাখ ৪৩ হাজার ডলার


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৫:৫১ পিএম
ভারত থেকে আসা যাত্রীর কাছে মিলল ১ লাখ ৪৩ হাজার ডলার

ভারত থেকে আসা শেখ তপন (২৬) নামের এক যাত্রীর কাছ থেকে ১ লাখ ৪৩ হাজার ডলার ও ১০ হাজার ইউরো জব্দ করেছে বিজিবি।

শনিবার (৩ জুন) চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার পর তপন শেখকে আটক করা হয়। তপন ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার শেখ জালাল উদ্দিনের ছেলে। তার স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জ জেলায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচার করা হবে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা আইসিপির চেকপোস্ট থেকে শেখ তপনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগের ভেতর লুকানো অবস্থায় ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো ও একটি মোবাইল জব্দ করা হয়।

কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত ইউএস ডলার ও ইউরো মুদ্রার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা। বৈদেশিক মুদ্রাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুল জলিল বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন।

Link copied!