• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ০৪:১৪ পিএম
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুর জব্বার (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

সোমবার (৩ জুলাই) সকাল ৬টার দিকে জেলার পোরশায় এ ঘটনা ঘটে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর জব্বার উপজেলার কালাইবাড়ি পশ্চিম দুয়ার পাল গ্রামের নজরুলের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন মেহেদী হাসান রুবেল (২৩) ও ফাতেমা (৪২)।

স্থানীয়রা জানান, জব্বার ও রুবেল সোমবার সকালে পূণর্ভবা নদীতে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুর জব্বার মারা যান এবং রুবেল গুরুতর আহত হন। পরে এলাকাবাসী রুবেলকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অপরদিকে একই সময় ফাতেমা বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

Link copied!