• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ধান নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:৪৪ পিএম
ধান নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে আকস্মিক বজ্রপাতে সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামের একটি ধান ক্ষেতে ওই ঘটনা ঘটে। 

নিহত সুজন আহমেদ একই গ্রামের বেপারী বাড়ির আক্তার আলীর ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজন আহমেদ কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে অন্যের জমিতে ধান কাটতে ধান কাটতে যান সুজন। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে সুজন ধানের আঁটি নিয়ে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হলে বজ্রপাতে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর করিম বজ্রপাতে কৃষি শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সুজন কৃষি শ্রমিক ছিলেন। আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!