শেরপুরের শ্রীবরদীতে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল হক (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (৪ মে) দুপুরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মাধবপুর-মুরগাচুরা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত শহিজল হক একই গ্রামের মৃত অছিমদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বৃদ্ধ শহিজল হক শ্রীবরদী উপজেলার মাধবপুর-মুরগাচুরা গ্রামের উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পুকুর পাড়ে ঘাস কাটতে যায়। এসময় প্রজেক্টের সেচ পাম্পের সঙ্গে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে শহিজল হক বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই ঘটনায় নিহতের ছেলে সওদাগর বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
মৎস্য প্রজেক্ট মালিক উকিল মিয়া বলেন, “কীভাবে খুঁটির জিআই তার বিদ্যুতায়িত হয়েছিল তা আমি জানি না।”
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, “বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”






































