• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় নতুন মোড়


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৩:২১ পিএম
যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় নতুন মোড়
যুবদল নেতা এস এম শামীম

খুলনায় যুবদল নেতা শামীম হোসেনকে (৩৩) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকার ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছন দিকে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

এ হত্যার ঘটনায় নতুন তথ্য দিল পুলিশ। স্ত্রীর পরিকল্পনায় হত্যার শিকার হন সাতক্ষীরার যুবদল নেতা এস এম শামীম। এ ঘটনায় শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শ্যালক ওবায়দুল্লাহ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার খুলনার ডুমুরিয়ার ১৮ মাইল এলাকায় নিজ বাড়িতে খুন হন শামীম। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, শামীম মাদকাসক্ত ছিলেন। স্ত্রী বৃষ্টিকে নির্যাতন করতেন তিনি। এর জেরে পরিকল্পনা করে দুই দিন আগে মামাতো ভাই ওবায়দুল্লাহকে বাড়িতে আনেন বৃষ্টি। ২২ আগস্ট রাতে খাবার খাওয়া শেষে শামীম ও স্ত্রী বৃষ্টি বাড়ির ৩য় তলার ফাঁকা ফ্ল্যাটে যান। সেখানে মাদক নিচ্ছিলেন শামীম। পরিকল্পনা অনুযায়ী, কিছুক্ষণ পর বৃষ্টির মামাতো ভাই ওবায়দুল্লাহও সেখানে যায়। এরপর ছাদে গিয়ে আগে থেকে রাখা ছুরি নিয়ে পুনরায় তৃতীয় তলায় যায় ওবায়দুল্লাহ। সেখানে বৃষ্টির ইশারায় শামীমের ঘাড়ে ছুরি দিয়ে কোপ দেয়। এরপর মৃত্যু হয় শামীমের। 

পুলিশ সুপার আরও জানান, ২৫ আগস্ট বৃষ্টি ও ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। জবানবন্দীতে হত্যার বিষয়টি স্বীকার করেছেন তারা। হত্যায় ব্যবহৃত ছুরিটি বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।

Link copied!