• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

জলদস্যুদের কবলে নাটোরের জয়, বাড়িতে আহাজারি


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ১০:৪১ এএম
জলদস্যুদের কবলে নাটোরের জয়, বাড়িতে আহাজারি
ফাইল ছবি

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। এই জাহাজে আছেন ক্রু জয় মাহমুদ। তার বাড়ি নাটোরের বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামে। বাবার নাম জিয়াউর রহমান।

দস্যুদের কবলে পড়ার খবরে সালাইনগর গ্রামের বাড়িতে চলছে আহাজারি। জয়ের মা-বাবার কান্না যেন থামছেই না।

জয়ের চাচাতো ভাই মারুফ হোসেন বলেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মা ও বাবা কথা বলেন জয়ের সঙ্গে। এসময় আমিও তার সঙ্গে কথা বলি। জয় আমাকে জলদস্যুদের কবলে পড়ার কথা জানালেও মা-বাবাকে বলেনি। সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটের সময় জয় আমার হোয়াটসঅ্যাপে জানায় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে। এরপর আর কথা বলতে পারব না। রাত ৯টার দিকে জয়ের দস্যুদের কবলে পড়ার কথা জানেন মা ও বাবা। ছেলের চিন্তায় একটানা কেঁদে চলেছেন মা আরিফা বেগম।

আরিফা বেগম বলেন, “বিকেলেও জয় বলল আফ্রিকার মধ্যে রয়েছে, ভালো আছে। এখন আমার বাছার কী হবে?”

জয়ের বাবা জিয়াউর রহমান সরকারের কাছে তার ছেলেসহ আটকে পড়া সবাইকে সুস্থ ও জীবিত উদ্ধারের দাবি জানান।
 

Link copied!