• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

এমএন লারমার ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০২:২৮ পিএম
এমএন লারমার ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা, গণপরিষদ ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে বনরুপা পর্যন্ত প্রভাতফেরি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা, প্রদীপ প্রজ্জ্বালন ও ফানুস উড়ানোসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

স্মরণসভায় শোক প্রস্তাব পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটির জেলা কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা।

সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চৌধুরী, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন সভাপতি বিজয় কেতন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙ্গামাটির সহসাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি সহসাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা।

Link copied!