• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ওষুধ আনতে গিয়ে সড়কে প্রাণ হারালেন ব্যবসায়ী


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ১০:২৫ এএম
ওষুধ আনতে গিয়ে সড়কে প্রাণ হারালেন ব্যবসায়ী
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৫০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওহেদপুর গ্রামের আমিনুল হকের ছেলে। তিনি পরিবারসহ মহাস্থানে বাসা ভাড়া নিয়ে সবজির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে ওষুধ আনার জন্য বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর। এ সময় রংপুরের দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার একটি কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কুন্দরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে।

Link copied!