• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৩:১২ পিএম
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লালন চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া গ্রামের রবিউলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জুন লালনকে ৮৪ পিস এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে দুজনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। রোববার সাক্ষী গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। দুজনের মধ্যে লালনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও অপর আসামি আযব আলি খালাস পেয়েছেন।

Link copied!