• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৪:০৪ পিএম
ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

রাঙামাটির লংগদুতে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় মো. আব্দুর রহিম (৪৬) নামের এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি আর এস  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বের হয় ওই স্কুলছাত্রী। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ে ছাত্রাবাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় আব্দুর রহিম ওই স্কুলছাত্রীকে ছাত্রাবাসের এক কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। দুই দিন পর বিষয়টি মাকে জানায় ওই স্কুলছাত্রী। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয় ও ৫ অক্টোবর লংগদু থানায় মামলা করা হয়।

আদালতে রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম অভি বলেন, আসামিকে ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থ বিধি মোতাবেক জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পাবে।

Link copied!