ট্রাকচাপায় আইনজীবী নিহত 


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৯:১১ এএম
ট্রাকচাপায় আইনজীবী নিহত 
মোসাদ্দেক আহমেদ

ফরিদপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক আইনজীবী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে জেলা শহরের বদরপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ওই আইনজীবীর সহকারী। 

নিহতের নাম মোসাদ্দেক আহমেদ (৪০)। তার সহকারীর নাম মো. মজিবর আহত হয়। নিহত মোসাদ্দেক আহম্মেদ জেলার সদর উপজেলার মমিনখার হাট এলাকার ইছহাক কাজীর ছেলে। তিনি ফরিদপুর জজকোর্টের আইনজীবী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মারা যান মোসাদ্দেক। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী তার সহাকারী আহত হন। আহত ব্যাক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, ওই আইনজীবী ও তার সহকারী মোটরসাইকেলে শহরে আসার পথে ট্রাক পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে হাইওয়ে পুলিশের আইনানুগ ব্যবস্থা চলমান। 

Link copied!