• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

‘দু-এক দিনের মধ্যে পেঁয়াজ আমদানি করবে সরকার’


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৩, ০৩:৪৩ পিএম
‘দু-এক দিনের মধ্যে পেঁয়াজ আমদানি করবে সরকার’

দু-এক দিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, “শুধু পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা হচ্ছে। সব বিষয়ে আলোচনা করা হচ্ছে। যাতে দাম স্বাভাবিক থাকে। এটা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় তার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।”

শনিবার (২০ মে) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।

পেঁয়াজের দাম বাড়ার কথা তুলে ধরে টিপু মুনশি বলেন, “আমি ঢাকায় গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বসে এ বিষয়ে কথা বলব। দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।”

তিনি বলেন, “চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে। ডলারের দাম বাড়ায় আমদানি পণ্যের দাম কিছুটা বেড়েছে। বৈশ্বিক বিবেচনায় নির্ধারিত দাম বাস্তবায়নে চেষ্টা করছে সরকার।”

তিনি আরও বলেন, “কাঁচাবাজারের সবকিছু বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে না। এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয় মনে করা হচ্ছে। কাঁচাবাজারের দাম ওঠানামা করে। কখনো শাকসবজির দাম বাড়ে আবার কমে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!