• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

‘ভোটে কারচুপি যেন না হয়, জিনদের বলে দিয়েছি’


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০৪:৫৩ পিএম
‘ভোটে কারচুপি যেন না হয়, জিনদের বলে দিয়েছি’
ভোট চাইতে গিয়ে ঝাড়ফুঁক করেন মাওলানা আছলাম হোছাইন রহমানী। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী বলছেন, “ভোটে যেন কারচুপি না হয়, এ জন্য জিনদের বলে দিয়েছি। কেউ ভোট চুরি করতে পারবে না। আমার এখানে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জিনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই, সঙ্গে জিনরাও খবর দেবে ভেতরে কোনো কারচুপি হচ্ছে কি না।”

শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

ইসলামী ঐক্যজোটের এই প্রার্থী বলেন, “আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মতো না হলেও, কিছু জিনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি, আমার ভোট যেন কারচুপি না হয়। সে জন্য তাদের লক্ষ রাখার জন্য।”

মাওলানা আছলাম হোসাইন রহমানী ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!