• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৪:১৯ পিএম
ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তানিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবাটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তানিয়া ওই গ্রামের মো. রিপনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুদিন আগে কাপড় ধোয়া ও টাকা নিয়ে তানিয়ার সঙ্গে স্বামীর ঝগড়া হয়। পরে তার স্বামী রাগ ভাঙাতে গেলে পুনরায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, ৪-৫ মাস আগে সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের রিপনের সঙ্গে সদর উপজেলার দত্তের হাট এলাকার নুরুল হকের মেয়ে তানিয়ার বিয়ে হয়। শুক্রবার নিজ ঘরে তানিয়া আত্মহত্যা করেছে স্থানীয়দের কাছে এমন তথ্য জানতে পেরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।  

Link copied!