• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ০৮:২৮ এএম
তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে।  ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৮টা থেকে ১০টা পর্যন্ত লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে তিন গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের মধ্যে জাবেদ আলী (৩০), শামীম মিয়া (২২), রফিক মিয়া (৫৪), ইমতিয়াজ মিয়া (৪০), কাজল মিয়া (৫০), জিসান (১৮), বাবুল (২৮), হেলালসহ (৩২) ৩০ জনকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ভাটপাড়া গ্রামের আবদাল মিয়াকে (২৮) সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান জানান, দুই অটোরিকশার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ৫ গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!