• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চুল, দাঁড়ি কেটেও শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামির


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৯:০৬ এএম
চুল, দাঁড়ি কেটেও শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামির

গাইবান্ধার পলাশবাড়িতে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি পাপুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) সকালে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৮ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে পাপুলকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, গাইবান্ধার পলাশবাড়িতে রাতে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা কয়েকজন যুবককে প্রহরী হিসেবে নিয়োগ করে। সিদ্ধান্ত নেওয়া হয়, বিনা প্রয়োজনে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।

গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টার দিকে এই কারণে একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন খায়রুল নামে এক প্রহরী। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা  শুরু হয়। খবর পেয়ে বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে যান ইউপি সদস্য বাদশা মিয়াসহ অন্যান্যরা। এ সময় বাদশা মিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও তর্কে জড়িয়ে পড়েন পাপুল। উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়ার বুকে এলোপাথারি আঘাত করেন। এ সময় পাশে স্বপন ও সবুজ নামের দুই ভাই পাপুলকে আটকাতে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি দিবাকর অধিকারী জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত পাপুল গ্রেপ্তার এড়াতে নিজের চুল, দাঁড়ি কেটে চেহারা পরিবর্তন করেছিলেন।

Link copied!