• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

একটি জনসভায় সরকার উল্টে যায় না : ইনু


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৩:৪৭ পিএম
একটি জনসভায় সরকার উল্টে যায় না : ইনু

বিএনপির ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এতো কথাবার্তা বলার কারণ দেখছেন না জানিয়ে জাসদ সভাপতি হাসানুল ইনু বলেছেন, একটি জনসভার মাধ্যমে কোনোদিনই একটি সরকার উল্টে যায় না।

রোববার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজে ‘বিজয়ের পঞ্চাশ বছর, বাঙালির অর্জন, ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, “এই সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা, সঠিক সময়ে নির্বাচন ও যেকোনো মূল্যে রাজাকার, জামায়াত, জঙ্গি-গোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা।”

জাসদ সভাপতি বলেন, “নির্বাচন বিএনপি জামায়াতের এজেন্ডা নয়। তাদের এজেন্ডা হলো, সরকার উৎখাত করে ক্ষমতা দখল করা। এর আড়ালে কৌশলে জামায়াত, রাজাকার জঙ্গিদের পুনরুজ্জীবিত করা। এ জন্য তারা সংকট মোকাবেলায় কোনো প্রস্তাব না দিয়ে সংবিধান উচ্ছেদ করতে চাচ্ছে। এটা বিপদ সংকেত।” 

Link copied!