• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সিলেটে এগিয়ে মেয়েরা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৩:৫৬ পিএম
সিলেটে এগিয়ে মেয়েরা

সারা দেশে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনা এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

এরপর দুপুরে সারা দেশের মতো সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল।

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সিলেটে ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। এই বোর্ডে ছেলেদের পাসের হার যেখানে ৭৯ দশমিক ৮০ শতাংশ, সেখানে মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৬১ শতাংশ।

এই শিক্ষা বোর্ড থেকে ২৯ হাজার ১৭৩ জন ছাত্রের মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৮ হাজার ৬৬৯ জন এবং পাস করেছেন ২২ হাজার ৮৭৮ জন। আর ৩৮ হাজার ৩৯৫ জন ছাত্রীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৭ হাজার ৮২২ জন এবং পাস করেছেন ৩১ হাজার ২৪৪ জন। পাসের হার ৮২.৬১ শতাংশ।

Link copied!