• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

সাভারে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ১০:১০ এএম
সাভারে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বস্ত ভবন। ছবি : সংগৃহীত

সাভারে বিসমিল্লাহ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

নিহত শ্রমিকের নাম রোহান মণ্ডল (১৮)। তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, কারখানাটিতে জুতা ও বেল্ট তৈরি করা হতো। কারখানায় কাজ চলার একপর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের টিম গিয়েছে। একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। তদন্ত করে বিস্তারিত জানাচ্ছি।”

Link copied!