• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ চার যুবক গ্রেপ্তার


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৪:৪৪ পিএম
লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ চার যুবক গ্রেপ্তার

ভারত থেকে চোরাই পথে আনা বিক্রয় নিষিদ্ধ ভারতীয় মদসহ চার যুবককে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের বালু চর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা চারটি বস্তায় ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ২০৩ বোতল মদ জব্দ করা হয়।

আটকরা হলেন বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯), মোরশেদপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬), আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী (২০) এবং উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে দীন ইসলাম (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় বাজার ও যাদুকাটা নদীর পাড়ে অবস্থান নিয়ে পুলিশের দুটি দল একসঙ্গে অভিযানে নামে। এ সময় চার যুবককে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চার যুবককে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Link copied!