• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

নাশকতা মামলায় বিএনপির চার নেতা কারাগারে


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৩:১১ পিএম
নাশকতা মামলায় বিএনপির চার নেতা কারাগারে

নাশকতা মামলায় ফরিদপুরের সালথার চার বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো চার নেতা হলেন সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক এ জেড এম মুনির, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও উপজেলা ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মোহা. মামুন অর রশিদ মামুন।

মোহা. মামুন অর রশিদ মামুন বলেন, “ঢাকার মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন ওই চার নেতা। ৬ সপ্তাহের জামিন শেষে বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

প্রসঙ্গ, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েক দিন আগে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের ঝুনাখালীর চালতলা নামক এলাকার একটি নাশকতা মামলার আসামি ছিলেন তারা।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!