• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সড়কে প্রাণ গেল বাবা-ছেলের, মা-সহ তিনজন আহত


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০১:৫৭ পিএম
সড়কে প্রাণ গেল বাবা-ছেলের, মা-সহ তিনজন আহত
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৩২ বছর বয়সী দাদন সরকার ও তার শিশুপুত্র হোনাইন সরকার। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লাহ এলাকায়। আহত তিনজনের মধ্যে শিশু হোনাইনের মাও আছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১১টার দিকে টরকি এলাকায় একটি ট্রলির ধাক্কায় অটোরিকশায় থাকা পাঁচ আরোহী আহত হন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দাদন সরকার ও তার শিশুপুত্রকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার অটোরিকশা ও ট্রলিটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Link copied!