ময়মনসিংহের ফুলপুরে ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে জুলেখা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন।
রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুলেখা বেগম ওই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। আহতরা হলেন- আবু সাঈদ (৬০), জুলেখা (৪০), জহুরা (৩২), আব্দুল মজিদ (৭০), কমলা খাতুন (৩০), ওয়াসিফ বিল্লাহ (৩৪)।
স্থানীয়রা জানান, বিকেলে জুলেখা বেগমের ছাগল প্রতিবেশী আব্দুল ওয়াহাবের রোপণ করা শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় জুলেখা বেগমসহ সাতজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুলেখা বেগমকে মৃত ঘোষণা করেন। বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্বামী আব্দুল মজিদ বলেন, “আমি স্থানীয় শুনুই বাজারে চায়ের দোকানে কাজ করি। আমার স্ত্রী ছাগল লালনপালন করত। ছাগলে শিমগাছ খাওয়ার অপরাধে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। আমি অপরাধীদের কঠিন বিচার চাই।”
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।