• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, নতুন রোগী ২০৬


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০৩:৪৩ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, নতুন রোগী ২০৬

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হরশীত মন্ডল (৫৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৬।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হরশীত মন্ডল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী এলাকার মৃত হারান ভদ্রের ছেলে।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২০৬ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৯১ জন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৩৪ জন। এর মধ্যে ১৭ হাজার ৫৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!