• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০২:৪৯ পিএম
ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের
আদিতমারি থানা

লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত হয়ে মিজানুর রহমানকে (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে মিজানুর রহমানের সঙ্গে ছোট ভাই রবিউল ইসলামের (৪৫) বাগবিতণ্ডা হয়। মিজানুর ও রবিউল উপজেলার বসিনটারী এলাকার খাইরুল ইসলাম দপ্তরির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুর ও রবিউলের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকাল দশটার দিকে মিজানুর ছোট ভাই রবিউলের জমি দিয়ে নিজের ফসলি ক্ষেতে সেচের পানি দেওয়ার জন্য নালা তৈরি করছিলেন। এ সময় ছোট ভাই রবিউল নালা তৈরিতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল বড় ভাই মিজানুরকে কোদাল দিয়ে আঘাত করেন। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

Link copied!