• ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২, ১ রবিউল আউয়াল ১৪৪৬

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৯:৩৬ পিএম
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ-আলম রাড়ী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৪ আগস্ট) সকালে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তারের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার শাহ আলম রাড়ী উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের আকবর রাড়ীর ছেলে। 

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ আগস্ট) ভুক্তভোগী ওই শিশু গ্রামের একটি দোকানের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় আশপাশে লোকজন না থাকার সুযোগে শাহ আলম ওই শিশুকে বন্ধ দোকানের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার করলে শাহ আলম দৌড়ে পালিয়ে যায়। 

এদিকে ঘটনাটি ধামাচাঁপা দেওয়ার জন্য স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী মিলে সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন এবং তারা ভুক্তভোগীর পরিবারকে থানায় যেতে নিষেধ করে বিভিন্ন হুমকি প্রদান করেন।

এ বিষয়ে মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর মা বলেন, “আমার ছোট্ট মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় শাহ আলম রাড়ী। আমরা অসহায় ও গরীব মানুষ, তাই এমন ঘটনার পরও সালিশে আমরা কোনো বিচার পাইনি। উল্টো থানা-পুলিশ করলে আমাদের ক্ষতি করবে বলে হুমকি দেওয়া হয়। আমি এই ঘটনার বিচার চাই।” 

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। পরে আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!