কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক বলরাম বর্মন (৫৫) নিহত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের শিয়ালখোয়া হলমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বলরাম বর্মন জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দরপাট বাবুপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে অটোরিকশা নিয়ে বেড়িয়ে বলরাম বর্মন শিয়ালখোয়া হলমোড়ের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটির সামনে হঠাৎ একটি কুকুর দৌড় দেয়। এ সময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।