গাজীপুরের কালিয়াকৈরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার দুপুর ১২টা থেকে উপজেলার নিচিন্তপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও শ্রমিকরা জানান, ২৩ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় অবরোধ করেন পোশাকশ্রমিকরা। বেলা ১১টার দিকে তারা মহাসড়ক অবরোধ করলে এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের অবরোধ তুলে নিতে অনুরোধ করলেও তারা মানেননি। পরে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।
এ খবর ছড়িয়ে পড়লে কালিয়াকৈরের মৌচাক ও শফিপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা আবার দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে রাখেন। এতে কোনাবাড়ী কলেজ গেট থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা ২৩ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন।
তবে কালিয়াকৈরের কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করলেও ঘটনাস্থলে থানা-পুলিশ কিংবা শিল্প পুলিশের কাউকে দেখা যায়নি।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।