• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৫:২১ পিএম
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি

গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরের কালকিনিতে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা। 

শনিবার (৯ আগস্ট) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক মো. জাফরুল হাসান বলেন, “সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ হলেও আজ তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। সারা বাংলাদেশের কোথাও সাংবাদিকদের প্রতি অত্যাচার নিপীরণ আমরা আর মেনে নেব না। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাব, সন্ত্রাসীরা যে দলেরই হোক, যে সংগঠনেরই হোক সাংবাদিকদের ওপর কোনো হামলা হলে তাৎক্ষণিক আপনারা তাদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করবেন। আজ আমরা কালকিনি ও ডাসার উপজেলার সকল সাংবাদিকরা একত্রিত হয়ে রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের একটাই দাবি, গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রত্যেককে  গ্রেপ্তার করে যেন দ্রুত সময়ের মধ্যে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।”

আনন্দ টিভির সাংবাদিক ম. ম. হারুর অর-রশিদ বলেন, “আমরা যারা মফস্বলে সাংবাদিকতা করি, আমাদের সকল ধরণের সংবাদ লিখতে হয়। সাংবাদিকরা কারও বিপক্ষে নয়, আমরা সংবাদ প্রকাশ করি জাতির জন্য, দেশের জন্য। কিন্তু দেশ ও জাতির ভালোর জন্য সংবাদ প্রকাশ করেও আজ সাংবাদিকদের অত্যাচার, নির্যাতন ও হত্যার শিকার হতে হচ্ছে। সরকার সবার পরিবারের দায়িত্ব নিলেও কোনো সাংবাদিকের পরিবারের দিকে দেখে না। দেশের জন্য কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় কোনো সাংবাদিক প্রাণ হারালেও সরকার ওই সাংবাদিকের পরিবারের জন্য কিছু করে না। আজ আমার একটাই দাবি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক নিহত হলে সেই পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে।”  

এসময় রুপালী বাংলাদেশের নাসিরউদ্দিন ফকির লিটন, মাই টিভির সাংবাদিক জিয়াউদ্দিন লিয়াকত, সংবাদের আশরাফুর রহমান হাকিম, যুগান্তরের এইচ এম মিলন, স্বদেশ প্রতিদিনের সাহাদত হোসেন ওয়াসিম,  একুশে টিভির সাংবাদিক রকিবুজ্জামান, এশিয়ান টিভির শাহজালাল, চ্যানেল এস টিভির  ইব্রাহিম সবুজ এছাড়া আবির হাসান পারভেজ, খন্দকার শামিম হোসেন,  আজাদ হোসেন,  বেলায়েত হোসেন, আজাহার উদ্দিন, মাসুম হোসেন, সৈয়দ শামিম, মাসুদ ইমরানসহ কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!