• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে যুবকের মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৯:৩৭ এএম
খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে যুবকের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জঙ্গল থেকে সাপ ধরে খেলা দেখাতে গিয়ে সেই সাপের ছোবলে শরিফুল ইসলাম শরীফ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শরিফুল উপজেলার সারপুকুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলিটারী এলাকার সলিমুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শরিফুলের বাড়ির পাশের জঙ্গল থেকে একটি বিষধর বেরিয়ে আসে। তখন শফিকুল সাপটিকে ধরে ফেলেন। মুহূর্তে উৎসুক জনতার ভিড় জমে যায়। তখন শরিফুল ও তার বন্ধুরা সাপটি নিয়ে খেলা দেখাতে থাকেন।

এক পর্যায়ে সাপটি শরিফুলের কপালের এক পাশে ছোবল দেয়। তখন তারা ভেবেছিলেন সাপটি হয়তো বিষধর নয়, তাই এটা আমলে নেননি তারা। কিস্তু কিছুক্ষণ পর বিষক্রিয়া শুরু হয়। তাৎক্ষণিক শরিফুলকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!