• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৪:০৭ পিএম
জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ এলাকা থেকে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলার সহসম্পাদক শিহাব আলী চৌধুরীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুল মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব ওই এলাকার মৃত মোহাম্মদ আলী চৌধুরীর ছেলে। গ্রেপ্তারের আগে নিজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লব নিয়ে তিনি অকথ্য ভাষায় গালাগাল ও বিভিন্ন কটূক্তি করেন।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুপন নাথ বলেন, “শিহাব একটি মামরার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।”

পুলিশের এ সদস্য আরও বলেন, “শিহাব গ্রেপ্তার হওয়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করে। কয়েক সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, শিহাবকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!