• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৩:৫১ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত
জেলার মানচিত্র

নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু শেখ (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহাবুর শেখ (৪০) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলী শেখের ছেলে। আহত মাহাবুর শেখ পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে নজির ফকিরের বাড়ীতে রাজমিস্ত্রি হিসাবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ। সকালে ছাদে রড ওঠানোর সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন। আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মোল্লা নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!