• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

সাফজয়ী রুপনা চাকমার ঘর নির্মাণের কাজ শুরু


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ১০:৩০ এএম
সাফজয়ী রুপনা চাকমার ঘর নির্মাণের কাজ শুরু

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক বাংলাদেশ দলের সাফজয়ী সেরা গোলরক্ষক রুপনা চাকমার ঘর নির্মাণকাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। ঘরটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী আজ রুপনা চাকমার ঘর নির্মাণকাজের উদ্বোধন হয়েছে।

Link copied!