• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষ


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৩:৩০ পিএম
সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ চেষ্টা চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

সোমবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ডিএসবি পুলিশ সদস্য মাহবুবসহ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে ঝগড়ার জের ধরে উপজেলার বালুচর এলাকার শহিদ বাউল আমানুল ইসলাম ও রাসেল মেম্বার গ্যাংয়ের টেঁটাযুুদ্ধ শুরু হয়।

স্থানীয়রা জানান, সোমবার (৩১ জুলাই) স্থানীয় একটি বিদ্যালয়ে এই দুই গ্রুপের দুই ছেলের সঙ্গে ঝগড়া হয়। সেই বিবাদের জের ধরে বিকেলে দুই গ্রুপের অভিভাবকদের সঙ্গে হাতাহাতি হয়। সেই বিরোধের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দুই গ্রুপ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, “এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ পর্যন্ত কয়জন হতাহত হয়েছে, তা এখনো বিস্তারিত বলা যাচ্ছে না।”

Link copied!