• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৈশাখী পূর্ণিমা উদযাপন


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৬:২৫ পিএম
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৈশাখী পূর্ণিমা উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৈশাখী পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) সকালে শহরের পানখাইয়াপাড়া এলাকার বটতলা প্রাঙ্গণে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় পার্বত্য সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি গৌতম বুদ্ধে অহিংস বানী সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানবজাতি সত্য দিয়েই মানুষের কল্যাণ করতে পারে। এ সময় তিনি সকলকে মিলেমিশে ভেদাভেদ ভুলে বুদ্ধের বাণী ধারণ করে চলার আহবান জানান। 

এরপর সার্বজনীন বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটির উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন চাকমা, মারমা, বড়ুয়া সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও বৌদ্ধ ভিক্ষুরা অংশ নেন। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার ঘুরে মহাজনপাড়া জনবল বৌদ্ধ বিহারে গিয়ে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দানের মহতি পূন্যানুষ্ঠানে যোগ দেয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বশেষে সকলের সুখ ও মঙ্গল কামনায় সেখানে প্রার্থনা করা হয়। 

Link copied!