• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

ফেনী-২ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৪:২৯ পিএম
ফেনী-২ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল
মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ছবি : সংবাদ প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। এ ছাড়া এই আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী এ এস এম আনোয়ারুল করীম।

যাদের মনোনয়নপত্র বৈধ 

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, তৃণমূল বিএনপির আমজাদ হোসেন ভূইয়া (সবুজ), জাতীয় পার্টির নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. নুরুল আমিন ভূইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবুল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী খোন্দকার নজরুল ইসলাম।

ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুছামৎ শাহিনা আক্তার বলেন, যাচাই-বাছাই শেষে ফেনী-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্রে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে তা বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Link copied!