• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল মাংস বিক্রেতার মরদেহ


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ১০:০৭ এএম
নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল মাংস  বিক্রেতার মরদেহ

ভোলায় নিখোঁজের এক দিন পর মসজিদের পুকুর থেকে মো. রফিকুল ইসলাম কডু (৪০) নামের এক মাংস বিক্রেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভোলা শহরের কালিনাথ রায়েরবাজার এলাকার হাটখোলা জামে মসজিদের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তিনখাম্বা এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে।

নিহতের বড় ভাই মো. ওয়াসিম জানান, শুক্রবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরেনি রফিকুল ইসলাম। বাসায় না যাওয়ায় রাতে তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে কালিনাথ বাজার এলাকার লন্ড্রির দোকানদার স্বপন তার ফোন রিসিভ করেন। তাকে রফিকের কথা জিজ্ঞেস করলে তিনি জানান, মোবাইলটি মসজিদের পুকুরের ঘাটলায় পেয়েছেন। রফিকের খবর তিনি জানেন না। পরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মসজিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, খবর পেয়ে মসজিদের পুকুর থেকে ভাসমান একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে তার ভাই এসে মরদেহটি শনাক্ত করেন। মৃতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Link copied!