• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

থানার সামনে রাখা বাসে আগুন


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৮:৫৩ এএম
থানার সামনে রাখা বাসে আগুন

কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার আলামপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ বাসটি জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রাখে। ওই বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি নাশকতা না অন্য কিছু, খতিয়ে দেখা হচ্ছে। হাইওয়ে থানার সামনে ঘটনাটি ঘটেছে। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Link copied!