• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বরিশালে বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে ছিলেন চালকের সহকারী


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০২:৩৫ পিএম
বরিশালে বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে ছিলেন চালকের সহকারী

বরিশালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসচালকের সহকারী ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকলেও তিনি টের পেয়ে লাফিয়ে বের হয়ে নিজের প্রাণ বাঁচান।

শনিবার (১১ নভেম্বর) মধ্যরাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, মা এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর বাসটিকে থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। অবরোধের সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয়রা জানান, রাতে বাসটি মহাসড়কের পাশে রেখে ভেতরে রাজু ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান তিনি। তার চিৎকারেই আশপাশের লোকজন ছুটে আসে।

হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভুঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে মা এন্টারপ্রাইজের এই বাসটি রাখা হতো। ওখানেই বাসচালক অসিমের বাসা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!