• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

১৫ কোটি টাকার মাদকসহ মিয়ানমারের নাগরিক আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৪:০৬ পিএম
১৫ কোটি টাকার মাদকসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে সাড়ে ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ নুরুন্নবী (২৭) নামের এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ জুন) ভোরে টেকনাফ সাবরাং জিন্নাহখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুন্নবী মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় নাফনদীতে তিন ব্যক্তিকে নৌকা নিয়ে দেশের সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা এগিয়ে যান। পরে নদী সাঁতরে দুজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। এ সময় নৌকায় থাকা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও কাঠের নৌকাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!