• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

কাপ্তাই হ্রদে নৌকা বাইচ অনুষ্ঠিত


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০৮:৪৩ পিএম
কাপ্তাই হ্রদে নৌকা বাইচ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ। এই বাইচকে কেন্দ্র করে পুরো শহীদ মিনার ঘাটে ভিড় জমায় কয়েক হাজার দর্শক।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে রাঙামাটি শহীদ মিনার ঘাটে ঐতিহ্যের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।  

রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মোট চারটি ইভেন্টে ২০টি দল অংশগ্রহণ করে। তার মধ্যে পুরুষ ১১টি দল ও ৯টি নারী দল অংশগ্রহণ করে।

গত পাঁচ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এসময় কেউ নৌকা, কেউবা বোটে আবার কেউ লঞ্চে করে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ উপভোগ করতে আসেন।

Link copied!