• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

গণঅভুত্থান শহীদদের স্মরণে ইবিতে রক্তদান কর্মসূচি


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৭:৫৭ পিএম
গণঅভুত্থান শহীদদের স্মরণে ইবিতে রক্তদান কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘রক্তদান ও গেট টুগেদার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে দিনব্যাপী বিভিন্ন বিভাগের প্রায় ১৬ জন শিক্ষার্থী রক্তদান করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সংগঠনের সহসভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর, প্রচার সম্পাদক মিজানুর রহমান ও প্রোগ্রামের পরিচালক মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান বলেন, “যারা বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে তাদের আত্মার স্মরণে রক্তদান ও গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট নিয়ে সামনে সকল ফ্যাসিবাদের দোসরদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। গণঅভ্যুত্থানের স্মরণে এমন উদ্যোগ নেওয়া। ব্যতিক্রমধর্মী কিছু করার জন্য আমাদের এ আয়োজন। শহীদের উৎসর্গ করার জন্য আমাদের এ আয়োজন। আর রক্ত দেওয়া একটা এবাদত। আমরা ডোনারদের কাছ থেকে সাড়া পাচ্ছি। যারা রক্ত দেয় তারা বুঝতে পারে যে আমার রক্তটা আরেকজনের শরীরে প্রভাহিত হয়। এটা একট প্রশান্তির বিষয়।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!