• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

বিজিবি-বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ১২:৪৫ পিএম
বিজিবি-বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শুভেচ্ছা বিনিময় করেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরা।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের সংলগ্ন চেকপোস্ট গেটে মিষ্টি দিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবি ও বিএসএফেরর সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষায় এই আয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দুই দেশের সীমান্তারক্ষী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময়কালে এ সময় বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম, বিএসএফের পতিরাম-৬১ ব্যাটালিয়ন কমান্ডার রমেশ কুমারের হাতে ৬  প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ৪ প্যাকেট মিষ্টি দেওয়া হয়।

বিজিবি ও বিএসএফ সদস্যরা জানান, সীমান্তে দুই দেশের বাহিনী দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এই আয়োজন করা হয়েছে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে এমন আয়োজন হয়ে আসছে। এ ছাড়া বিভিন্ন উৎসবে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

Link copied!