• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

নিখোঁজের ২২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৬:০৭ পিএম
নিখোঁজের ২২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২২ ঘন্টা পর রেখা খাতুন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের রায়টা এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

রেখা খাতুন নাটোরের লালপুর উপজেলার বিলবাড়িয়া গ্রামের রেজ্জেক আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকরাজাপুর চরে নানা বাড়িতে রেখা  তার মা ফেরদৌসী খাতুনের সঙ্গে ঈদ উপলক্ষে বেড়াতে আসেন। সেমাবার (২৪ এপ্রিল) দুপুরে ভাই বোনদের সঙ্গে পদ্মা নদীর ঘাটে রেখাসহ ৪ জন গোসল করতে নামে। কিছুক্ষণ পর রেখা ডুবে যায়। পরে নৌকা ও জাল দিয়ে খোঁজখুজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার মরিচা ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদীতে স্থানীয়রা রেখার লাশ ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজনকে খবর দিলে সেখানে গিয়ে রেখার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন রেখার নানা নাজিম উদ্দিন।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার বলেন, “পরিবারের লোকজন লাশ উদ্ধার করে দুপুরে দাফনের কাজ সম্পন্ন করেছেন।”

Link copied!