• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সম্পত্তির জন্য শাশুড়ির কবরে শুয়ে দাফন ঠেকানোর চেষ্টা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ১১:১৬ এএম
সম্পত্তির জন্য শাশুড়ির কবরে শুয়ে দাফন ঠেকানোর চেষ্টা
ভিডিও থেকে নেওয়া ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে শাশুড়ির মরদেহের দাফন ঠেকাতে কবরে শুয়ে পড়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পুত্রবধূকে হেফাজতে নিলে শাশুড়ির দাফন সম্পন্ন হয়।

বুধবার (১৯ জুলাই) বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) ওই ঘটনার একটি ভিডিওটি ভাইরাল হয়।

মৃত ব্যক্তির নাম আনোয়ারা বেগমের (৮০)। অভিযুক্ত গৃহবধূ লোহালিয়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী আব্দুর রহিমের স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।

ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাহনাজ বেগম খোঁড়া কবরে শুয়ে রয়েছেন। স্থানীয়রা তাকে সেখান থেকে ওঠানোর চেষ্টা করেন। কিন্তু ওই নারী কবর থেকে না উঠে স্থানীয় ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানান, জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাশুড়ি ও ননদদের সঙ্গে শাহনাজের বিরোধ চলছিল। অভিযুক্ত শাহনাজের শাশুড়ি মারা যাওয়ার আগে দাফনের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছিল। সেখানে দাফনের জন্য তার কবরও খোঁড়া হয়। কিন্তু ওই জমি নিজেদের দাবি করে শাহনাজ তার শ্বশুরের কবরের পাশে শাশুড়িকে দাফন করতে বলেন। এ সময় তার ননদরা মায়ের ওসিয়ত করা স্থানে দাফন করবেন বলে জানান। এ নিয়ে বিরোধের একপর্যায়ে অভিযুক্ত শাহনাজ তার শাশুড়ির জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন।

ওসি তুষার কান্তি মণ্ডল জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শাহনাজ তার মৃত শাশুড়িকে কবর দিতে বাধা দেন। এ সময় তার এমন কর্মকাণ্ডে গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়ে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে পুলিশ হেফাজতে নিয়ে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। পরে অভিযুক্ত নারীর মুচলেকা নিয়ে তার ভাইয়ের জিম্মায় দেওয়া হয়।

Link copied!