• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ২১৭


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০৩:৩৪ পিএম
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ২১৭

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোস্তাফিজুর রহমান (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (২২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।।

নিহত মোস্তাফিজুর রহমান জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গত ২১ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩০ হাজার ৯২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৫৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৪০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর িমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে ৮৪ জন, পটুয়াখালীতে ৪৪ জন, পিরোজপুরে ৫১ জন, ভোলায় ১২ জন, বরগুনায় ২০ জন আছেন ও ঝালকাঠিতে ৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

Link copied!